চেন্নাই ১৭ আগস্ট — তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে এক টেম্পল ফেস্টিভালে সামারসল্ট দিতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক কবাডি খেলোয়াড়ের । বিনোদ কুমার নামে ওই মাঝবয়সী স্থানীয় তারকা গত সোমবার সামারসল্ট দিচ্ছিলেন ভর্তি দর্শকের সামনে। তাঁর এই নিয়ে খ্যাতি ও পরিচিতি রয়েছে। কেউ ভাবতে পারেননি এমন ঘটনা ঘটতে পারে।বিনোদের ওই অভিশপ্ত মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে। ৩৪ বছর বয়সী ওই খেলোয়াড় ঘাড়ে এমন চোট পান যে মাটি থেকে ওঠার শক্তি পর্যন্ত ছিল না। তিনি সেখানেই অচৈতন্য হয়ে পড়েন।বিনোদকে দ্রুততার সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে তাঁকে ভেলোর সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চেন্নাই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসায় সাড়া পাওয়া যায়নি, মারা গিয়েছেন স্বাধীনতা দিবসের দিনেই। বিনোদের রয়েছে স্ত্রী শিবগামি এবং দুই পুত্র সন্তোষ ও কালাইয়ারাসন।