• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্লাস্টিক আধার কার্ড বেআইনি, হঠাৎ ঘোষণায় বিপাকে সাধারণ মানুষ

দিল্লি- আধার বিড়ম্বনায় ফের বিপাকে সাধারণ মানুষ। ইউআইডিএআই’র তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে প্লাস্টিক আধার কার্ড বলে কিছু নেই। প্লাস্টিক আধার কার্ড বেআইনি ও অবৈধ। কেউ যদি প্লাস্টিকের আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে ধরে নেবেন প্রতারকের পাল্লায় পড়েছেন। সমস্যা হল, দেশের বহু মানুষ প্লাস্টিক আধার কার্ড করিয়েছেন। তাঁদের এখন কি হবে। ইউআইডিএআই যদি

ভোটে আধার, সুপ্রিম কোর্টে শুনানি মার্চে

দিল্লি- আধার বিড়ম্বনায় ফের বিপাকে সাধারণ মানুষ। ইউআইডিএআই’র তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে প্লাস্টিক আধার কার্ড বলে কিছু নেই।

প্লাস্টিক আধার কার্ড বেআইনি ও অবৈধ। কেউ যদি প্লাস্টিকের আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে ধরে নেবেন প্রতারকের পাল্লায় পড়েছেন।

সমস্যা হল, দেশের বহু মানুষ প্লাস্টিক আধার কার্ড করিয়েছেন। তাঁদের এখন কি হবে। ইউআইডিএআই যদি এই প্লাস্টিক কার্ডের ব্যাপারে অবহিত ছিল, তবে এখন কেন অবৈধ ঘোষণা করছে।

ইউআইডিএআই’র তরফে জানা হয়েছে, প্লাস্টিকের আধার কার্ডের নাম করে প্রতারকরা গ্রাহকের আধার কার্ডের সব তথ্য নিয়ে যাচ্ছে। আধার স্মার্টকার্ড অবৈধ।

সাধারণ কাগজে ডাউনলোডেড আধার প্রিন্ট বা এমআধার বৈধ। সিইও অজয় ভূষণ পান্ডে জানিয়েছেন, ‘কোনও ব্যক্তির কাছে যদি কাগজের আধার কার্ড থাকে, সেক্ষেত্রে স্মার্ট কার্ড, প্লাস্টিকের আধার কার্ড ও ল্যামিনেটেড আধার কার্ডের প্রয়োজন নেই। প্লাস্টিক আধার কার্ডের কোনও কনসেপ্ট নেই’।