বিপিএসসি বাতিলের দাবিতে পাটনা হাইকোর্টে মামলা দায়ের করল পিকে-র দল
SNS
বিপিএসসি পরীক্ষা বাতিল করে এবং আবার পরীক্ষা নেওয়ার দাবি তুলে পাটনা হাই কোর্টের দ্বারস্থ হল প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জন সুরজ পার্টি। শুক্রবার জন সুরজ পার্টির আইনজীবী প্রণব কুমার জানান, বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিচারপতি অরবিন্দ সিং চন্দেলের বেঞ্চে মামলার আবেদন করা হয়। সেই আবেদন আদালতে গৃহীত হয়েছে। পাটনা হাইকোর্টে এই মামলার শুনানি হবে ১৫ জানুয়ারি। তাঁদের দাবি, ১৩ ডিসেম্বর বিপিএসসি পরীক্ষায় ‘অনিয়ম’ হয়েছে।
বিপিএসসি পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস-সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর তথা পিকে-র দল। তাদের আইনজীবীর কথায়, ‘বিপিএসসি পরীক্ষায় বড় ধরণের অনিয়ম হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনও জ্যামার লাগানো ছিল না। ফলে কেন্দ্রের ভেতরে অনেকেই মোবাইল নিয়ে প্রবেশ করেন।’ প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ করেছে জন সুরজ পার্টি।এই ইস্যুতে চরম অশান্ত বিহার।
গত রবিবার পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে গান্ধী ময়দানে সমবেত হন বহু চাকরিপ্রার্থী। উপস্থিত ছিলেন পিকে-ও। পরে সেই জমায়েতে উপস্থিত জনতা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়ির দিকে এগোতে শুরু করলে তৎপর হয় পুলিশ। লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ। এফআইআর দায়ের হয় পিকে-র বিরুদ্ধে। এরপর অনশনে বসেন পিকে। কিন্তু তাঁকে সোমবার ভোরের আলো ফোটার আগেই সেখান থেকে তুলে যায় পুলিশ। পরে বিচারক পিকে-কে বিনা শর্তে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। কিন্তু গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিহার সরকারের তরফে জানানো হয়েছে, প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা মেলায় গত ৪ জানুয়ারি পাটনার ২২টি কেন্দ্রে নতুন করে বিপিএসসির পরীক্ষা হয়েছে। ফের পরীক্ষায় বসার জন্য ‘যোগ্য’ ঘোষিত ১২০১২ জন প্রার্থীর মধ্যে, মোট ৮১১১ জন আবেদন করেছিলেন,পরীক্ষা দিয়েছিলেন ৫৯৪৩ জন।
যদিও প্রতিবাদী চাকরিপ্রার্থীদের একাংশ এই আন্দোলনে রাজনীতির প্রবেশ পছন্দ করছেন না বলে জানিয়েছেন।