ভারতীয় সংবিধান প্রদত্ত ভােটগ্রহণের স্বতন্ত্র ক্ষমতাকে পুনরায় মান্যতা দিলাে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ বােবদের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বাংলার আট দফা নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয়।
মামলাকারী আইনজীবী এম.এল শর্মা গত ১ মার্চ বাংলার ভােট (আট দফা) নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এক্তিয়ারে প্রশ্ন রেখে জনস্বার্থ মামলা দাখিল করেছিলেন। পাশাপাশি বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানে নিষেধাজ্ঞা জারী করার পাশাপাশি সিবিআই তদন্তও দাবি রেখেছিলেন সুপ্রিম কোর্টের কাছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই মামলা দুটি খারিজ করে দেয়। সংবিধান বিশেষজ্ঞরা জানাচ্ছে দেশের ভােট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর খুব একটা হস্তক্ষেপ করেনা আদালত।
মামলাকারী আইনজীবী এম.এল. শর্মা মামলা দাখিলের পিটিশনে উল্লেখ করেছিলেন- ‘দেশের পাঁচটি রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভােটের দিনক্ষণ ঘােষণার পাশাপাশি কত দফায় ভােট হবে তা জানিয়েছে। বিধানসভার সম আসনে অন্যান্য রাজ্যে তিন থেকে চার দফায় ভােট হলেও পশ্চিমবাংলায় আট দফাতে কেন ভােট গ্রহণ হবে?