শপিংমলে নিত্যপ্রয়ােজনীয় পণ্যের সাথে এবার পেট্রল ও ডিজেল পাবেন ক্রেতারা। পেট্রোল ও ডিজেল কিনতে গ্রাহকদের আর পেট্রোল পাম্পে ছুটতে হবে না, যে কোনও শপিংমলে গেলেই মিলবে পেট্রোল ও ডিজেল। পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, শহরে সুপার মার্কেট, শপিং মলেও মিলবে পেট্রোপণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রক থেকে জানান হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শীঘ্রই প্রস্তাবটি রাখা হবে। চলতি নিয়মের মধ্য থেকেই এই নতুন ব্যবস্থা চালু করা হবে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রক পেট্রোল ও ডিজেল বিক্রির ক্ষেত্রে আরও উন্নত কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে নিয়ম কিছুটা হেরফের হতে পারে। পেট্রোপণ্যের ব্যবসার ক্ষেত্রে দু’হাজার কোটি টাকার পরিকাঠামাে নির্মাণর প্রয়ােজন। সেই সঙ্গে ৩০ লক্ষ টন অপরিশােধিত তেল কেনার ব্যাঙ্ক গ্যারেন্টি রাখতে হবে। প্রচলিত এই নিয়মে এবার অনেকটাই পরিবর্তন হতে চলেছে। কেন্দ্র সরকার চায় আরও বেশি করে পেট্রোলিয়াম সংস্থাগুলি এই ব্যবসায় উদ্যোগী হােক।