• facebook
  • twitter
Monday, 28 April, 2025

আজ থেকে দাম কমছে পেট্রোল ও ডিজেলের

মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিয়ে কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর (শুল্ক) কমানোয় দাম কমতে চলেছে পেট্রো পণ্যের

প্রতীকী ছবি (Photo: SNS)

দীপাবলির আগে সুখবর। মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিয়ে কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ ডিউটি (শুল্ক) কমানোয় দাম কমতে চলেছে পেট্রো পণ্যের।

বুধবার মধ্যরাতের পর থেকেই এটি কার্যকর হওয়ার কথা। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, পেট্রোলের উপর থেকে পাঁচ টাকা এবং ডিজেলের উপর থেকে ১০ টাকা শুল্ক কমানো হচ্ছে।

যার ফলে এক ধাক্কায় অনেকটা পেট্রোল ও ডিজেলের দাম কমতে চলেছে। সেই সঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলির কাছে আবেদন থাকছে, যাতে করে রাজ্যগুলি পেট্রোল ও ডিজেলের উপর থেকে ভ্যাট কমায়।

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের উপর নাভিশ্বাস বাড়ছিল। অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছিল পেট্রোল ও ডিজেলের মুল্যবৃদ্ধি। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলবে কেন্দ্রের এই সিদ্ধান্তে।