চাকরি-খাবারের খোঁজে দলে দলে বাংলাদেশমুখী ত্রিপুরাবাসী

ভারত বাংলাদেশ সীমান্ত (Photo: IANS)

রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অভিযােগ তুলল বামপন্থীরা। রাজনৈতিক তরজায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যতটা তৎপর, ততটাই নিষ্ক্রিয় রাজ্যের মানুষের উন্নয়নের ক্ষেত্রে।

বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ত্রিপুরার ধলাই গ্রামের উদাহরণ টেনে এনে বামেরা অভিযােগ তুলেছে গ্রামের মানুষরা ঠিকমতাে খাবার পাচ্ছেন না। বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের কোনও সুযােগ নেই। চাকরি ও খাবারের খোঁজে তাই ত্রিপুরার যুব সমাজ পারি দিচ্ছেন বাংলাদেশে।

গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবার হালও বেহাল। গ্রামের মানুষের ম্যালেরিয়া হলে তার কোনও তথ্য জমা পড়ছে না গ্রামের স্বাস্থ্য আধিকারিকদের কাছে। সঠিক চিকিৎসার অভাব থাকায় বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে ম্যালেরিয়ায় বলে অভিযােগ তুলল বামেরা।


সীমান্ত থেকে ১০০ কিলােমিটার দূরে অবস্থিত ধলাই গ্রামের গিয়ে বাম প্রতিনিধিরা, বহু মানুষকে ম্যালেরিয়া রােগে আক্রান্ত খুঁজে পান। কাজ নেই, খাবার নেই। পরিশুদ্ধ পানীয় জলেরও অভাব রয়েছে গ্রামে।

ধলাই পরিদর্শনের পর রাজ্যের স্বাস্থ্যসচিব সমরজিৎ ভৌমিকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় সিপিএম। তাতে প্রত্যন্ত গ্রামগুলিতে স্বাস্থ্য শিবির খােলার দাবি জানান হয়েছে।