অবৈধ টাকা লেনদেন, এবার সাডে় ৫ কোটি টাকা জরিমানা পেটিএম ব্যাঙ্ককে

মুম্বই, ২ মার্চ– ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক৷ কিন্তু তার আগেই ফের বিপাকে পেটিএম৷ অনলাইন জুয়ার মতো একাধিক অবৈধ কাজ থেকে প্রাপ্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ইউনিটগুলিতে পাঠানো হয়েছিল৷ অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক তছরুপ দমন আইন লঙ্ঘন করার বেশ কিছু প্রমাণ মেলার পরই সংস্থাকে প্রায় সাডে় ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে৷ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট-ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থার থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে অনলাইন আর্থিক তছরুপের অভিযোগ পায় তারা৷ এই মাধ্যমে এমন বহু আর্থিক লেনদেন হয়েছে, যা আইন বিরুদ্ধ৷

যদিও জরিমানা নিয়ে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মুখপাত্র জানান, যে ইসু্যর কথা তুলে ধরা হচ্ছে, তা দুবছর আগের৷ এর পর লেনদেনের সমস্ত প্রক্রিয়া পালটে গিয়েছে৷ উল্লেখ্য, পেটিএম এবং এর পেমেন্ট ব্যাঙ্ক ইউনিট সম্প্রতি পারস্পরিক সমঝোতায় নিজেদের যুক্ত থাকার চুক্তি বাতিল করেছে৷ শুক্রবার সরকারি ভাবে এই ঘোষণাও করে দেওয়া হয়৷ ফলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর পেটিএমের মধ্যে কোনও সম্পর্ক রইল না৷

প্রসঙ্গত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে পেটিএমের আগামী ১৫ মার্চের পর থেকে টপ-আপ, ওয়ালেট, ন্যাশনাল কমন মোবিলিলি কার্ড-সহ কোনও পরিষেবাই পাবেন না গ্রাহকরা৷ সেই সঙ্গে যাঁরা পেটিএমে ফাসট্যাগ ব্যবহার করেন, তাঁদের ফাসট্যাগও কিন্ত্ত আর কাজ করবে না৷