লখনউ, ১৭মার্চ- লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজপার্টির সঙ্গে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া পবন কল্যাণের জনসেনা পার্টির জোট ঘোষণা হয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় এই জোট কার্যকরী হবে। এই জোট ঘোষণার পরেই নিজের ইচ্ছের কথাও ঘোষণা করেন পবন কল্যাণ। তিনি বলেন, লোকসভা নির্বাচন শেষ হলে মায়াবতীই দেশের প্রধানমন্ত্রী হবেন। জোট ঘোষণার পর লখনৌতে সাংবাদিক বৈঠক করেন জনসেনা পার্টির পবন কল্যাণ। তিনি বলেন, তাঁরা চান মায়াবতীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। তাদের আশা, সাম্নের দিনে এই আশা পূরণ হবে। ইতিমধ্যেই বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের চেষ্টা করেছে। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে যাঁদের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে মায়াবতীও রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিরোধী জোটে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিয়েছেন। বিরোধীদের কোনো কোনো মহল থেকে তাঁদের নাম ও তুলে ধরা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে নেই। এর আগে জানিয়েছিলেন মায়াবতী। ১৫জানুয়ারি , নিজের জন্মদিনের পরদিন এসপির সঙ্গে জোট ঘোষণা করে মায়াবতী বলেছিলেন, জয় সুনিশ্চিত করাই এখন লক্ষ্য। তিনি বলেছিলেন, উত্তর প্রদেশেই ঠিক করে কেন্দ্রে কে ক্ষমতায় আসবে। পাশাপাশি , কে প্রধানমন্ত্রী হবেন তাও ঠিক করে দেয় রাজ্য। পবন কল্যাণ নিজের দল জনসেনা পার্টির সঙ্গে বহুজন সমাজ পার্টির জোট ঘোষণা করেন। তিনি বলেন, তারঁ দল মায়াবতীকে দেশের পরবর্তী প্রধান্মন্ত্রী করতে কাজ করবে। এই সময় মায়াবতীর ,মুখে হাসি ফুটে উঠেছিল । দেখে মনে হয়েছে মায়াবতী এই মন্তব্যে সামান্য স্বীকৃতি দিয়েছেন। পরিবর্ত হিসেবে মায়াবতীও বলেন, পবন কল্যাণকে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। জাতীয় পর্যায়ে অ-বিজেপি এবং অ-কংগ্রেসি প্রচারে অংশ নিচ্ছেন মায়াবতী । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও এই প্রচারের অংশীদার। লক্সভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন ও হতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশে । বিএসপি প্রধান মায়াবতী বিএসপি- জেএসপি জোটের প্রচারের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যাচ্ছেন ৩ও ৪ এপ্রিল।