• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

আদানি ইস্যুতে সংসদে ঝড়, রাজ্যসভা-লোকসভা মুলতুবি

আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার চতুর্থ দিনের জন্য বসবে সংসদের দুই কক্ষ।

ফাইল চিত্র।

সংসদের শীত অধিবেশনের তৃতীয় দিনে মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ঘিরে আলোচনার দাবিতে উত্তাল সংসদের দুই কক্ষ। বুধবার সভার শুরুতেই কংগ্রেসের সাংসদ মানিকম ঠাকুর, রণদীপ সিং সুরজেওয়ালা এবং মণীশ তেওয়ারি সভার শুরুতেই মুলতুবি প্রস্তাব পেশ করেন। আর তা নিয়ে সভা শুরু হতেই তুমুল হইচই শুরু হয়ে যায়।

আদানি ইস্যু ছাড়াও দিল্লিতে অপরাধ বেড়ে যাওয়া, মণিপুর সমস্যা, সম্ভাল হিংসা নিয়ে মোট ১৮টি মুলতুবি প্রস্তাব আনা হয়। তার সবকটিই খারিজ করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিরোধীরা রুখে দাঁড়ালে সভা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। পরে সভা শুরু হতেই ফের হট্টগোল বাধায় দিনের মতো মুলতুবি করে দেন চেয়ারম্যান। লোকসভাও প্রথমে ১২টা পর্যন্ত মুলতুবি হয়। পরে সভা বসলে স্পিকার ওম বিড়লা দিনের কার্যবিবরণী পড়তে শুরু করলে বিরোধীরা ওয়েলে নেমে পড়েন। তাঁরা চিৎকার করে আদানি ইস্যুতে আলোচনার দাবি তুলতে থাকেন। এরমধ্যেই বেশ কিছু কাগজ ছোড়াছুড়ি হয়। তারপর পরিস্থিতি বেগতিক দেখে এদিনের মতো সভা মুলতুবি করে দেন স্পিকার। আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার চতুর্থ দিনের জন্য বসবে সংসদের দুই কক্ষ।

কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছিল যে, তারা সংসদের ভিতরে-বাইরে আদানি ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভ দেখাবে। রাহুল গান্ধী ও সদ্য নির্বাচিত প্রিয়ঙ্কা গান্ধী এই প্রতিবাদে নেতৃত্ব দেবেন। কেরলের ওয়ানাড়ে গত ৩০ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সাহায্য না দেওয়ার প্রতিবাদে ওয়ানাড়ের প্রাক্তন ও বর্তমান সংসদ সদস্য এই বিক্ষোভ দেখাবেন।

এদিনও চত্বরে কংগ্রেসের রায়বরেলির সাংসদ রাহুল গান্ধী সংসদ চত্বরে ফের একবার আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে আক্রমণ করে বলেন, ‘মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর আদানিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। কিন্তু মোদী সরকার তাঁকে রক্ষা করে চলেছে।’

এদিকে, বুধবারই ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বৈঠকে বসবে। কমিটির বিরোধী দলের সদস্যরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল । ওয়াকফ বিলে (সংশোধনী) ২০২৪ ওয়াকফ সম্পত্তিঘটিত আইনে বিরাট সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। যেমন- পুরো প্রক্রিয়ার ডিজিটাইজেশন, নিয়মিত অডিট, স্বচ্ছতা এবং অবৈধভাবে দখল করে থাকা সম্পত্তি দখলমুক্ত করার বিষয়ে আইনি পদক্ষেপ।