দিল্লি, ২৮ জুন – সংসদ অধিবেশনের পঞ্চম দিন নিট ইস্যুতে আলোচনা চেয়ে উত্তাল হল সংসদ। সংসদের দুই কক্ষেই শুক্রবার সকাল থেকে সরব হন বিরোধীরা। পরীক্ষায় অনিয়মের অভিযোগে সংসদে বিরোধীদের চাপের মুখে পড়ে মোদি সরকার . হট্টগোলের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিকে নিট নিয়ে বলতে গেলে রাহুল গান্ধির মাইক মিউট করে দেওয়া হয় বলে অভিযোগ তোলে কংগ্রেস। যদিও ওম বিড়লার পালটা দাবি, তাঁর কাছে কোনও স্যুইচ থাকে না। এই হৈ হট্টগোলের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ফুলো দেবী। সংজ্ঞাহীন হয়ে পড়েন কক্ষের মধ্যেই। তাঁকে র্যাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।