• facebook
  • twitter
Friday, 18 April, 2025

শীতকালীন অধিবেশনের শেষদিন ব্যাগ রাজনীতি ঘিরে সরগরম সংসদ 

সংসদের শীতকালীন অধিবেশন সরগরম প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ রাজনীতি ঘিরে। কংগ্রেসের দেখানো পথেই এবার পাল্টা ব্যাগকে হাতিয়ার করে রাজনীতির প্যাঁচ কষল বিজেপি।শুক্রবার সংসদে প্রিয়াঙ্কাকে উপহার দেওয়ার জন্য '১৯৮৪' লেখা ব্যাগ নিয়ে আসেন ওড়িশা বিজেপির সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী। মনে করিয়ে দিলেন ১৯৮৪-র শিখ দাঙ্গার কথা। ব্যাগে লাল কালিতে লেখা '১৯৮৪' কে ঘিরে প্রতীকী রক্তের ছবি।

সংসদের শীতকালীন অধিবেশন সরগরম প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ রাজনীতি ঘিরে। কংগ্রেসের দেখানো পথেই এবার পাল্টা ব্যাগকে হাতিয়ার করে রাজনীতির প্যাঁচ কষল বিজেপি।শুক্রবার সংসদে প্রিয়াঙ্কাকে উপহার দেওয়ার জন্য ‘১৯৮৪’ লেখা ব্যাগ নিয়ে আসেন ওড়িশা বিজেপির সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী। মনে করিয়ে দিলেন ১৯৮৪-র শিখ দাঙ্গার কথা। ব্যাগে লাল কালিতে লেখা ‘১৯৮৪’ কে ঘিরে প্রতীকী রক্তের ছবি।

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন গৌতম আদানির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। সেই সময় ১০ ডিসেম্বর প্রিয়াঙ্কা গান্ধী ‘মোদী, আদানি ভাই-ভাই’ লেখা একটি ব্যাগ নিয়ে সংসদে পৌঁছন। সেই ব্যাগে মোদী-আদানির একটি ছবিও ছিল। শুধু প্রিয়াঙ্কা নন, রাহুল গান্ধীকেও এই ব্যাগ কাঁধে দেখা যায়। 

গত সোমবার প্যালেস্টাইনের সমর্থনে ব্যাগ নিয়ে পার্লামেন্টে যান প্রিয়াঙ্কা।প্যালেস্টাইনের জনগণের প্রতি সমর্থন এবং সংহতি দেখাতে প্রিয়াঙ্কা গান্ধী ব্যাগটি সংসদে নিয়ে গিয়েছিলেন। ব্যাগে তরমুজের মতো প্যালেস্টাইনের প্রতীকও ছিল যা প্যালেস্টাইনের সংহতির প্রতীক হিসাবে বিবেচিত হয়।তরমুজ প্যালেস্টাইনের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি কাটা তরমুজের ছবি এবং ইমোজি প্রায়ই প্যালেস্টাইনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। প্রিয়াঙ্কা বোঝাতে চেয়েছিলেন প্যালেস্টাইনের মানুষের প্রতি তাঁর দল কংগ্রেসের গভীর সহানুভূতি রয়েছে। তার পরদিনই বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানসহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ করে লেখা আরও একটি ব্যাগ নিয়ে আসেন প্রিয়াঙ্কা। সেদিনও চিত্র সাংবাদিকদের সামনে ব্যাগ ঝুলিয়ে ছবি তুলেছিলেন তিনি। তাঁর নিজের সোশ্যাল হ্যান্ডলগুলোতেও সেই ছবি পোস্ট করেন তিনি। 

এই আবহে প্রতিবাদী মুখ প্রিয়াঙ্কা গান্ধীকে এবার নতুন ব্যাগ উপহার দিল বিজেপি। বিজেপির সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী সংসদের শীতকালীন  অধিবেশনের শেষদিন, শুক্রবার, ‘১৯৮৪’ লেখা একটি ব্যাগ উপহার দেন। প্রিয়াঙ্কা গান্ধীর ঠাকুমা, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর  হত্যাকাণ্ডের দিন ও তার পরবর্তী শিখ গণহত্যার বছরটিকে কটাক্ষ করে তাঁকে এই নতুন ব্যাগ উপহার দেন বিজেপির লোকসভা সদস্য।

শুক্রবার একটি ভিডিওতে দেখা যায়, ষড়ঙ্গী  লোকসভায় ঢোকার মুখে প্রিয়াঙ্কার হাতে একটি ব্যাগ তুলে দিচ্ছেন। প্রথমে থমকে গেলেও কংগ্রেস নেত্রী সেটি নিয়ে হেঁটে চলে যাচ্ছেন। বৃহস্পতিবার কংগ্রেস এবং বিজেপির মধ্যে আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার কাণ্ডের পরদিনই শুক্রবার এই ঘটনা ঘটল।

এদিন অপরাজিতা ষড়ঙ্গী যে ব্যাগটি দেন, তাতে লাল অক্ষরে লেখা ছিল ‘১৯৮৪’ এবং রক্তের ফোঁটা ঝরে পড়ার ছবি। এ প্রসঙ্গে ষড়ঙ্গী বলেন, মাননীয়া কংগ্রেস এমপি খুব ব্যাগ ভালবাসেন। তাই আমি তাঁকে একটি ব্যাগ উপহার দিলাম। প্রথমে উনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও পরে তা গ্রহণ করেন।বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রিয়ঙ্কার সমালোচনায় বলেছিলেন, উনি রাহুল গান্ধীর থেকেও বড় বিপর্যয়।