• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের জন্য গোল্ড স্পনসর 

প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের জন্য গোল্ড স্পনসর হিসাবে প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার (পিসিআই) হাত ধরল এসবিআই লাইফ ইনশিওরেন্স । এই সম্পর্কের লক্ষ্য সারা পৃথিবীর সমস্ত ক্রীড়াপ্রেমীর সঙ্গে সদর্থক যোগাযোগ তৈরি করে আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলায় বিমার ভূমিকা সম্পর্কে সচেতন করে তোলা। প্যারালিম্পিক গেমস এমন এক আন্তর্জাতিক মঞ্চ যেখানে সারা পৃথিবীর অসাধারণ অ্যাথলিটরা দেখিয়ে দেন যে

প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের জন্য গোল্ড স্পনসর হিসাবে প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার (পিসিআই) হাত ধরল এসবিআই লাইফ ইনশিওরেন্স । এই সম্পর্কের লক্ষ্য সারা পৃথিবীর সমস্ত ক্রীড়াপ্রেমীর সঙ্গে সদর্থক যোগাযোগ তৈরি করে আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলায় বিমার ভূমিকা সম্পর্কে সচেতন করে তোলা।
প্যারালিম্পিক গেমস এমন এক আন্তর্জাতিক মঞ্চ যেখানে সারা পৃথিবীর অসাধারণ অ্যাথলিটরা দেখিয়ে দেন যে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। আসলে তা মহত্ত্ব অর্জন করার সিঁড়ির প্রথম ধাপ। পিসিআইয়ের সঙ্গী হয়ে এসবিআই লাইফের লক্ষ্য, স্বাধীন চিন্তায় প্রশ্রয় দেওয়ার প্রতি তার দায়বদ্ধতা তুলে ধরা, খেলাধুলোয় অন্তর্ভুক্তিতে সহায়তা করা এবং একজন ব্যক্তিকে তাঁর সামনে আসা সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও নিজের স্বপ্নের পিছনে ছোটার শক্তি দেওয়া। 

রবীন্দ্র শর্মা, চিফ অফ ব্র্যান্ড, কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড সিএসআর, এসবিআই লাইফ ইনশিওরেন্স বললেন “প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়ার (পিসিআই) সঙ্গে আমাদের পার্টনারশিপ প্রত্যেক ব্যক্তিকে তাঁর স্বপ্নের পিছনে ছোটার স্বাধীনতা দেওয়ার যে দায় আমরা স্বীকার করি তারই স্বাভাবিক সম্প্রসারণ। আমাদের প্যারা-অ্যাথলিটরা কঠিনতম চ্যালেঞ্জ পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছেন এবং দেশের প্রতিনিধিত্ব করছেন। ওঁরা কেবল প্রতিযোগিতায় নামেন না; প্যারা-অ্যাথলিটরা চিরকালের চালু ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেন এবং আমাদের প্রচলিত গণ্ডি পেরিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।’
দেবেন্দ্র ঝাঝরিয়া, প্রেসিডেন্ট, প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া, প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর জন্য পার্টনার হওয়ায় এসবিআই লাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন “ভারতীয় প্যারালিম্পিক দল টোকিওর চেয়েও ভাল ফল করার প্রস্তুতি নিচ্ছে। এমন একটা সময়ে আমরা কর্পোরেট সাহায্য পাচ্ছি, এটা অবিশ্বাস্য। আমাদের অ্যাথলিটরা টোকিওতে দারুণ ফল করেছিলেন। সব খেলা মিলিয়ে ১৯ খানা মেডেল জিতেছিলেন। আশা করছি এবারের দল প্যারিসে টোকিওর কীর্তিকেও ছাপিয়ে যাবে। আমরা ভারতের অন্যতম সেরা বিমা ব্র্যান্ড এসবিআই লাইফের সঙ্গে পার্টনারশিপে অত্যন্ত আনন্দিত। ভারতীয় নায়কদের প্যারিস জয় করার যাত্রায় তাদের স্বাগত জানাই।”