বোমা হামলার হুমকি নিয়ে এমনিতেই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক উচ্চপর্যায়ের বৈঠক সেরেছে। আতঙ্কগ্রস্ত যাত্রীদের আশ্বস্ত করছে অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিয়োরিটি তথা বিসিএএস। বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে বৈঠকের পর বিসিএএস-এর ডিরেক্টর জেনারেল জ়ুলফিকর হাসান যাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছেন, ভারতের আকাশসীমা সম্পূর্ণ নিরাপদ। কোনও ভয় ছাড়াই বিমানযাত্রা করতে পারেন তাঁরা। তবে পান্নুনের হুমকি পর কেন্দ্র কী পদক্ষেপ করছে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এয়ার ইন্ডিয়া বিমানে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন পান্নুন। সেই ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায় , ‘১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লে প্রাণের আশঙ্কা আছে।’ ঘটনাচক্রে, ১৯ নভেম্বর ছিল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল।
সম্প্রতি খলিস্তানি জঙ্গি নেতা পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগ দায়েরের ভিত্তিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রাক্তন র-প্রধানকে তলব করেছে মার্কিন আদালত। এ বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া, ‘এটি সম্পূর্ণভাবে অনধিকার চর্চা।’