কৃষক আন্দোলন থামলেও সমস্যা বাড়াল পান্নুর ভিডিও

‘লুকিয়ে রাখা অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করুন’
সবে কৃষক আন্দোলনে স্বস্তি পেয়েছে কেন্দ্র সরকার৷ আর ইতিমধ্যেই মাথা ব্যাথার কারণ হয়ে দাড়াল কৃষক আন্দোলনের সঙ্গে খালিস্তানি যোগ৷ কৃষকনেতাদের হিংসা ছড়াতে উসকানি দিচ্ছেন জঙ্গি নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুন! এমনই অভিযোগ উঠল একটি ভিডিও ঘিরে৷ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
উল্লেখ্য, সম্মিলিত কিষান মোর্চা (এসকেএম) ২১ ফেব্রুয়ারি বিজেপি নেতাদের বিরুদ্ধে দেশব্যাপী কালো পতাকা বিক্ষোভের ডাক দিয়েছিল৷  এদিকে অশান্তি রুখতে কৃষকদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে কেন্দ্র৷ রবিবার চতুর্থ দফায় কৃষকদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র৷ সূত্রের খবর, এমএসপি নিয়ে কেন্দ্র একটি প্রস্তাবনা দিয়েছে৷ সেই প্রস্তাবনা পড়া ও তা নিয়ে নিজেদের মধ্য়ে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছে কৃষকরা৷ আপাতত দিল্লি চলো অভিযান স্থগিত রাখা হবে বলেই জানানো হয়েছে৷

তার মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনকারীদের ‘উস্কানি’ দেওয়ার চেষ্টা নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুনের৷ পঞ্জাব-হরিয়ানা পুলিশের উপর হামলা করার জন্য অস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়ে একটি ভিডিয়োবার্তা প্রকাশ করেছেন তিনি৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিরাপত্তা বাডি়য়েছে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ ভিডিয়োবার্তায় পান্নুন আন্দোলনকারী কৃষকদের উদ্দেশে বলেন, ‘কর্তারপুর সীমান্তে অস্ত্র রাখা আছে৷ সেই অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করুন৷ আপনাদের দাবি পূরণের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন৷’