মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথে একটি রাসায়নিকের কারখানায় গ্যাস লিক করে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রের মোরিভালি এমআইডিসি-তে রাসায়নিকযুক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ধোঁয়ার আস্তরণ তৈরী হয়, ঢেকে যায় গোটা এলাকা। গ্যাসের এই আস্তরণে চারিদিক ঝাপসা হয়ে যায়। বাড়ির বাইরে বের হলেই গ্যাসের সংস্পর্শে চোখ, নাক, মুখ, গলায় জ্বালা অনুভূত হয় ওই এলাকার বাসিন্দাদের। আতঙ্ক গ্রাস করে নেয় গোটা শহর তথা মহারাষ্ট্রকে।ফিরিয়ে আনে ১৯৮৪ সালে ভোপালের গ্যাস দুর্ঘটনার স্মৃতি। অম্বরনাথ ফায়ার ব্রিগেডের আধিকারিকরা জানান , বৃহস্পতিবার গভীর রাতে রাসায়নিক কারখানায় গ্যাস লিক করার খবর পাওয়া যায়। খবর পেয়েই ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে পৌঁছয় এমার্জেন্সি রেসপন্স টিমও। গ্যাসের প্রকৃতি এবং গ্যাস লিক হওয়ার কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছেন তাঁরা।
বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনা ১৯৮৪ সালে ভোপালের গ্যাস দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে আনে। ইউনিয়ন কার্বাইড কারখানায় মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হওয়ার ফলে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর পরোক্ষ প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ।