কুলভূষণ যাদবকে ভারতীয় কুটনীতিকদের সঙ্গে দেখা করার অনুমতি পাকিস্তানকে দিতে হবে এই নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক ন্যায় আদালত। যদিও এতদিন পাকিস্তান সেই নির্দেশ পালন করেনি। অবশেষে রায়ের দেড় মাস পর আজ সােমবার সেই অনুমতি দিচ্ছে ইসলামাবাদ।
পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতির মাধ্যমে একথা জানিয়েছে। কুটনৈতিক মহল কুলভূষণ ইস্যুতে আরও একদফা জয় দেখছে এর মাধ্যমে। রব্বিার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফায়সাল সরকারি টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, কুলভূষণ যাদবকে সােমবার ২ সেপ্টেম্বর কনসুলার অ্যাকসেস দেওয়া হবে। আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় এবং পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়া হচ্ছে।