• facebook
  • twitter
Thursday, 9 January, 2025

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস, মুখ খুললেন পাক সাংবাদিক

পাকিস্তানি সাংবাদিক নাজিম শেঠি এক সাক্ষাৎকারে বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তান মিথ্যাচার চালায়।

ফাইল ছবি

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। তবে, এখন পর্যন্ত পাকিস্তান এই সত্যটি স্পষ্টভাবে স্বীকার করেনি। কিন্তু এবার পাকিস্তানের একজন সিনিয়র সাংবাদিক বকলমে স্বীকার করে নিলেন, ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। পাকিস্তানি সাংবাদিক নাজিম শেঠি এক সাক্ষাৎকারে বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তান মিথ্যাচার চালায়। ভারত সত্যিই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে।

এই সাক্ষাৎকারের একটি ছোট অংশ সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই ভিডিও ক্লিপটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ‘পাক আনটোল্ড’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যেখানে তারা সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করেছে। সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করার আগে নাজিম শেঠি বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান যেভাবে আফগানিস্তানে প্রবেশ করে আক্রমণ করেছে, তা তারা ভারতের কাছ থেকে শিখেছে।

নাজিম শেঠি সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শিক্ষা নিয়েছে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আফগান সেনাবাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য বিমান হামলা চালিয়েছে। এইভাবে আমরা ওদের কিছু গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করেছি।

আফগানিস্তানে পাকিস্তানের আক্রমণের নিন্দা জানিয়েছে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফে রণধীর জয়সওয়াল বলেন, আফগান বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানি বিমান হামলা নিন্দনীয়। নিজেদের ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস। পাকিস্তানি আক্রমণে শিশু এবং মহিলারা মারা গিয়েছেন। পাকিস্তান আফগানিস্তানে টিটিপি ক্যাম্পগুলিকে লক্ষ্যবস্তু করেছিল।

২৪ ডিসেম্বর রাতে পাক বাহিনী আফগানিস্তানে এই বিমান হামলায়। পাকিস্তান আফগানিস্তানের লামান সহ অনেক গ্রামকে লক্ষ্যবস্তু করেছিল। এই হামলায় ১৫ জনেরও বেশি মানুষ নিহত হন। পাকিস্তানের হামলার পর, তালিবান প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

খুব অল্প সময়ে, অত্যন্ত দ্রুত গতিতে শত্রুদের গোপন ডেরা বা সুড়ঙ্গ বা কোনও দুর্গম, দুর্ভেদ্য ঘাঁটির ওপর হামলা চালানোকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে সেনাবাহিনী শত্রুদের আটক বা গ্রেপ্তার করে না। তাদের একেবারে নিকেশ করে দেয়।

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাতের অন্ধকারে, পাক মদতপুষ্ট জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের উরিতে অবস্থিত ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা করেছিল। হামলায় ১৯ জন ভারতীয় সেনা শহিদ হন। উরিতে হামলার ১০ দিন পর, ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে জবাব দিয়েছিল ভারত।

২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় শুরু হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। ভোর সাড়ে চারটেয় সন্ত্রাসবাদী লঞ্চ প্যাডগুলি ধ্বংস করে ফিরে এসেছিল ভারতীয় সেনারা। অংশ নিয়েছিলেন ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের সদস্যরা। পরপর ৭টি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছিল তারা। কমপক্ষে ৩৮ জন পাক জঙ্গি-সেনার মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়।