গত সপ্তাহেই জম্মুর নগরােটার কাছে চার অনুপ্রবেশকারীকে খতম করে বড় ধরনের নাশকতার ছক ভেস্তে দিয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই সােমবার সন্ধ্যায় ভারতীয় নিরাপত্তা বাহিনী বিএসএফর গুলিতে নিহত হল পাকিস্তান থেকে আসা এক অনুপ্রবেশকারী। জম্মু কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমানা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। তবে নিহত ব্যক্তি জঙ্গি কিনা, বিএসএফ- র তরফে তা স্পষ্ট জানানাে হয়নি।
বিএসএফ সুত্রে জানানাে হয়েছে সােমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে সাম্বার চক ফকির সীমান্ত ফাঁড়িতে। আন্তর্জাতিক সীমান্তে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পাকিস্তানের দিক থেকে ভারতে ঢােকার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। বিএসএফ চ্যালেঞ্জ করার পরেও ওই ব্যক্তির মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। তারপরেই গুলি চালানাে হয়।
বিএসএফ- র অফিশিয়াল রিলিজে বলা হয়েছে, ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ সীমান্তরক্ষী বাহিনী লক্ষ্য করে যে এক পাকিস্তানি নাগরিক বিপি নম্বর ৬৬ এর কাছে সন্দেহজনকভাবে ঘােরাফেরা করছেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বিএসএফর দেওয়া কাটাতার ভেদ করে ঢােকার চেষ্ট করেন ওই ব্যক্তি।
বিএসএফ সতর্ক করা সত্ত্বেও তা উপেক্ষা করে বেড়া রাবর হাটতে থাকেন। বারবার সতর্ক করা সত্ত্বেও ওই পাকিস্তানি নাগরিককে বিব্রত করা যায়নি। উল্টে কাটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখনই বিএসএফ গুলি চালায় আর ওই ব্যক্তি নিহত হন। রবিবারই দেড়শাে কিলােমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে বিএসএফ। এর আগেও এমন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছিল।