পদ্মার ইলিশ ঢুকল ভারতে , পুজোর সময় সাধপূরণের আশায় ইলিশপ্রেমীরা
দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাংলাদেশের ইলিশপ্রেমীদের জন্য সুখবর নিয়ে বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তে পৌঁছল ইলিশ বোঝাই পাঁচটি ট্রাক। এই পাঁচটি ট্রাকে প্রায় ৩০ টন অর্থাৎ ৩০ হাজার কেজি বাংলাদেশি ইলিশ পেট্রাপোল সীমান্তে পৌঁছেছে। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারত -বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে দুপুর আড়াইটে নাগাদ পৌঁছয় ট্রাক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ৪৯টি সংস্থাকে অনুমোদন দিয়েছে ভারতে ২৪২০ টন পদ্মার মিঠে জলের সুস্বাদু ইলিশ মাছ রপ্তানি করার জন্য। তারপরই বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান নিয়ে ৩০ টন রুপোলি শস্য পৌঁছে গেল ভারতের সীমান্তে।