বৃহস্পতিবার দুপুরে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দেশে অক্সিজেন খাটতি নিয়ে কড়া অবস্থান জানিয়েছে। জাতীয় পরিকল্পনা গ্রহণ করার নির্দেশের পাশাপাশি যেকোনাে উপায়ে করােনা রােগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের বন্দোবস্ত করতে কেন্দ্র কে বলেছে আদালত।
ঠিক এইরকম পরিস্থিতিতে তৃনমুলের ভােটকুশলী প্রশান্ত কিশাের আদালত দ্বারা কেন্দ্রীয় সরকার কে ভৎসনা করার বিষয়ে টুইট করে জানিয়েছেন, ‘ধৈর্য ধরার জন্য অক্সিজেন দরকার। দম বন্ধ হয়ে আসছে। দেশের অক্সিজেন খাটতি নিয়ে কেন্দ্রের প্রতি আদালতের তীব্র ভৎসনা উল্লেখ করে প্রশান্ত কিশাের মােদী কে টুইট করে খোঁচা দিলেন।