তিন দফার নির্বাচনে সারা দেশে ইভিএম গােলমালের অভিযােগ দশ হাজার ছাড়িয়েছে।দেশের বিভিন্ন রাজ্যে ভােটগ্রহণের সময় ইভিএম ঠিকমতাে কাজ করেনি বলে অভিযােগ উঠেছে।দেশের সাড়ে দশ লাখ ভােটকেন্দ্রের জন্য নির্বাচন কমিশন ২৩লাখ ৪০হাজার ইভিএম কাজে লাগাচ্ছে। তার মধ্যে বাস্তবে কাজে লেগেছে ২০ লাখ সাত হাজার ইভিএম।আড়াই লক্ষ রাখা আছে বিকল্প হিসেবে।
ইভিএম নিয়ে প্রধানত তিন ধরনের অভিযােগ রয়েছে।ভিভিপ্যাটের পেপার বােল আটকে যাচ্ছে। ইভিএম-র বােতাম আটকে যাচ্ছে।আর ইভিএম এবং ভিভিপ্যাট ঠিকমতাে সংযােগ হচ্ছে না। ভােটকর্মচারীদের ঠিকমতাে প্রশিক্ষণের অভাবেও এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিরােধীরা ইতিমধ্যেই ইভিএম গােলমাল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।