ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, দিল্লি বিমানবন্দরে ১০০ টিরও বেশি বিমান চলাচলে বিঘ্ন     

A passenger jet on final approach in heavy fog.

বিধিনিষেধ আরোপ করেও লাগাম পোড়ানো যাচ্ছে না দিল্লির দূষণে৷ দিল্লির বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা কমে গিয়েছে৷ শুক্রবার সকালে এর প্রভাবে দিল্লি বিমানবন্দরে ১০০ টিরও বেশি বিমানের ওঠানামার সময়ে পরিবর্তন করতে হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar.com জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে ১০০ টিরও বেশি বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে । দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড যাত্রীদের বিমান সংক্রান্ত আপডেট তথ্যের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে বলেছে৷ প্রসঙ্গত,  রাজধানীর ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন প্রায় ১৩০০ বিমান ওঠানামা করে । শুধু বিমানই নয়, বহু ট্রেনও দৃশ্যমানতার অভাবে দেরিতে চলেছে। 

বিমানবন্দর অপারেটর,দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড ভোর ৫টা ৫২ মিনিটে একটি পোস্টে লিখেছে, ‘ঘন কুয়াশার কারণে বিমান যাত্রার উপর প্রভাব পড়েছে৷’ যেসব বিমানে কম দৃশ্যমানতায় অবতরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে, সেগুলি বিশেষ করে বিলম্ব বা বাতিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার কুয়াশার কারণে দিল্লি আসা-যাওয়ার প্রায় ৩০০টি উড়ানের সময়সূচি বদলানো হয়েছিল। বুধবারও ৩৭টি বিমানের সময়সূচি বদলানো হয়। বাতিল করতে হয় একটি বিমান। দেরিতে চলেছে অন্ততপক্ষে ২৫টি ট্রেন।  


কুয়াশার দাপটে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত এই কুয়াশার দাপট চলে। একই ছবি চোখে পড়ে অমৃতসর, জম্মু ও আগ্রা বিমানবন্দরেও।