কৃষি আইন নিয়ে আলােচনার জন্য প্যানেল গড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে সেই প্যানেল নিয়েও গত কয়েকদিন ধরে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। তাই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে গতকাল সুপ্রিম কোর্ট আবারও জানিয়েছে, প্যানেলে যারা রয়েছেন তারা শুধুই তাদের মতামত জানাবেন আদালতের সামনে। তারা বিচার করবেন না। কৃষি আইন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের দেওয়া হয়নি।
শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট গতকাল একটি পাের্টাল গড়ে দেওয়ার কথা জানিয়ে বলে, ব্যক্তিগতভাবে একজন কৃষকও যদি কৃষি আইন নিয়ে তার নিজস্ব বক্তব্য বা মতামত জানাতে চান, তাও তিনি পারনে ওই পাের্টালের মাধ্যমে।
প্রসঙ্গত প্যানেলে এখন যে তিন সদস্য আছেন, ভারতীয় কিসান ইউনিয়ন লােকশক্তির তরফে তাদের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানাে হয়েছিল।
এর সুত্রে শীর্ষ আদালত জানিয়েছে, নতুন কৃষি আইনগুলি খতিয়ে দেখার জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞরা শুধুই তাদের মতামত জানাবেন শীর্ষ আদাতের কাছে। কৃষি আইন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকছে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বােবড়ে একথা জানিয়েছেন। প্যানেল পুনর্গঠনের আর্জির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্যও জানতে চেয়েছে শীর্ষ আদালত।