দিল্লি, ৩০ এপ্রিল– রিজার্ভ ব্যাঙ্কের আদেশে স্বস্তিতে গ্রাহকরা৷ ‘অনৈতিক ভাবে’ কেটে নেওয়া অতিরিক্ত টাকা গ্রাহকদের ফিদিয়ে দিতে বাধ্য হল বেশ কয়েকটি ব্যাঙ্ক৷ কয়েকটি ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের উপরে ‘অনৈতিক ভাবে’ সুদ চাপাচ্ছে বা অন্য খাতে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছিল৷ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক৷ সোমবার সেই ব্যবস্থা সংশোধন করে ইতিমধ্যেই গ্রাহকদের থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে বলেছে তারা৷
২০০৩ সালে নিয়ন্ত্রিত আর্থিক সংস্থাগুলির জন্য নীতি মেনে ব্যবসার বিধি কার্যকর করে আরবিআই৷ আজ এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে নজরদারি চালিয়ে তারা দেখেছে, অনেকে ঋণের আবেদন কিংবা মঞ্জুরের দিন থেকে গ্রাহকদের সুদ দিতে বাধ্য করছে৷ বণ্টনের দিন থেকে নয়৷ কেউ কেউ সুদ নিচ্ছে ঋণের চেকের তারিখ থেকে৷ গ্রাহককে চেক দেওয়ার দিন থেকে নয়৷ আবার অনেক ক্ষেত্রে
ঋণের একটি কিংবা দু’টি কিস্তি আগে নিয়ে নেওয়া হলেও সুদ নেওয়া হচ্ছে পুরো টাকার উপরে৷ নথি পরীক্ষার সময়েই এ ব্যাপারে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷