বেঙ্গালুরু, ১৩ এপ্রিল– ফের ‘অপারেশন লোটাস’ এর ছায়া৷ এবার অকুতস্থল কর্ণর্াটক৷ বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সিদ্দারামাইয়ার দাবি, তাঁদের বিধায়কদের ৫০ কোটি টাকার ‘টোপ’ দিয়ে বিজেপিতে টানার প্রস্তাব দেওয়া হয়েছে৷ যদিও বিজেপির চেষ্টা বিফলে গেছে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘ওরা গত এক বছর ধরে আমাদের সরকার ভাঙতে চাইছে৷ আমাদের বিধায়কদের ৫০ কোটি টাকার টোপ দেওয়া হয়েছে৷ ওরা চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে৷’ সিদ্দারামাইয়ার দাবি, বিজেপি যতই চেষ্টা করুক, তারা সফল হবে না৷ তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘সম্ভব নয়৷ আমাদের বিধায়করা দল ছাড়বেন না৷ একজনও না৷”
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার যে পাঁচ বছর পূর্ণ করবেই সেটাও নিশ্চিত৷ যদিও সিদ্দারামাইয়ার অভিযোগ উডি়য়ে বিজেপির সাংসদ এস প্রকাশ বলেন, সিদ্দারামাইয়া যা দাবি করছেন তা দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ ভিত্তিহীন৷ তাঁর কথায়, ‘এটা খুব দুর্ভাগ্যজনক যে, উনি একই অভিযোগ বার বার তুলছেন৷ কেবল সমাজের একটা অংশের সহানুভূতি আদায় করতে, যাঁরা ওঁদের সমর্থন করেন৷’ সামনেই লোকসভা নির্বাচন৷ সেই প্রসঙ্গের উল্লেখ করে বিজেপি নেতা বলছেন, ‘লোকসভা নির্বাচনে কর্ণাটকের ২৮টি আসনে জয়লাভের দিকে ফোকাস না করে সিদ্দারামাইয়া কেবলই নিজের দিকটা ধরে রাখাতেই ফোকাস করে চলেছেন৷’