দিল্লি, ১৬ এপ্রিল: গতকাল সোমবার থেকে চালু হল চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন। ২০২৪ সালের চারধাম যাত্রা করতে গেলে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে উত্তরাখন্ড সরকার। এজন্য উত্তরাখন্ড পর্যটন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই রেজিস্টেশন করতে হবে। আবেদন করা যাবে অফ লাইনেও। মূলত বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী যাত্রার মধ্যে দিয়ে শুরু হয় চারধাম যাত্রা। তীর্থযাত্রীদের নিরাপত্তা ও তাঁদের যাত্রাপথ আরও মসৃণ করতেই এই উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড সরকার।
এছাড়া টোল ফ্রি নম্বর (০১৩৫-১৩৬৪) এবং হোয়াটসঅ্যাপ (৮৩৯৪৮৩৩৮৩৩) করেও রেজিস্ট্রেশন করতে পারবেন পুণ্যার্থীরা। সেই সঙ্গে হরিদ্বার ও হৃষীকেশে রেজিস্ট্রেশন সেন্টারও চালু করা হয়েছে।