ফের বিমানে বোমাতঙ্ক। বিমানে বোমা রয়েছে এমন হুমকি পেয়ে যাত্রাপথ বদলালেন বিমান চালক। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, দিল্লি থেকে শিকাগোগামী বিমানে বোমা রয়েছে বলে হুমকি পান বিমানচালক। এরপরই বিমান ঘুরিয়ে কানাডার একটি বিমানবন্দরে অবতরণ করেন । বিমানটি অবতরণ করানো হয় কানাডার ইকালুইট বিমানবন্দরে।