দিল্লি, ১ ফেব্রুয়ারি- কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, অনেক অবাস্তব কর্মসূচী নেওয়া হয়েছে, যার সঙ্গে বাজেটের কোনও সাযুজ্য নেই।
তিনি টুইট করে লেখেন, ‘চারবছর পরও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, যথেষ্ঠ কর্মসংস্থান হচ্ছে না। তবে এটাই ভালো যে, এই সরকারের আয়ু আর মাত্র একটা বছর’।
২০১৮-১৯ কেন্দ্রীয় বাজেটের কঠোর সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি বলেন, বাজেটে যে অঙ্কের খেলা দেখানো হয়েছে, তা আবশ্যম্ভাবীভাবে ব্যর্থ হবে। তিনি বলেন, ‘আমি মনে করি না, ভোটের দিকে নজর রেখেই যে এই বাজেট করা হয়েছে, তাকে দোষ দেওয়া যায়। কিন্তু অঙ্কের খেলা ব্যর্থ হবে। এই বাজেটে যথাসম্ভব রঙিন ছবি আঁকা হয়েছে কিন্তু সেটা কিভাবে ধরে রাখা যাবে তাঁর কোনও দিশা নেই’।
পি চিদাম্বনম বলেন, অর্থমন্ত্রী বাজেটে রাজস্ব ব্যবস্থাকে সুস্থির করতে ব্যর্থ হয়েছেন। যার পরিণাম মারাত্মক হবে।