• facebook
  • twitter
Friday, 10 January, 2025

সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম এক জঙ্গি

শ্রীনগর, ৫ জানুয়ারি: আজ, শুক্রবার ভোর থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলি বিনিময় শুরু হয়। ইতিমধ্যে LeT-এর সঙ্গে যুক্ত এক সন্ত্রাসবাদীকে নিরাপত্তা রক্ষীরা নিকেশ করেছে বলে জানা গিয়েছে। খতম হওয়া ওই জঙ্গির নাম বিলাল ভাট। যদিও সোপিয়ান জেলার ছোটিগাঁও এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে এখনও গুলিবিনিময় চলছে। সেখানে সেনা, পুলিশ এবং সিআরপিএফ সংযুক্তভাবে জঙ্গিদের বিরুদ্ধে

শ্রীনগর, ৫ জানুয়ারি: আজ, শুক্রবার ভোর থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলি বিনিময় শুরু হয়। ইতিমধ্যে LeT-এর সঙ্গে যুক্ত এক সন্ত্রাসবাদীকে নিরাপত্তা রক্ষীরা নিকেশ করেছে বলে জানা গিয়েছে। খতম হওয়া ওই জঙ্গির নাম বিলাল ভাট।

যদিও সোপিয়ান জেলার ছোটিগাঁও এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে এখনও গুলিবিনিময় চলছে। সেখানে সেনা, পুলিশ এবং সিআরপিএফ সংযুক্তভাবে জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে।

সূত্রের খবর, ছোটিগাঁও এলাকায় বেশ কয়েকজন জঙ্গি আটকা পড়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

জানা গিয়েছে, আজ ভোরে প্রথমে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছিল। কিন্তু সন্ত্রাসীরা প্রথমে গুলি ছুঁড়তেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র সংঘর্ষ শুরু হয়ে যায়। সেই সংঘর্ষে একজন জঙ্গি খতম হলেও নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি।