দেড় হাজার আইএএস অফিসারের পদ শূন্য

দেড় হাজার আইএএস অফিসারের পদ শূন্য

দিল্লি- প্রশাসনের কাজে গতি আনার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কিন্তু খোদ সরকারের তরফ থেকেই বলা হল প্রায় দেড় হাজার পদ ফাঁকা রয়েছে আইএএস অফিসারের পদে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আইএএস পদে প্রার্থী প্রয়োজন প্রায় সাড়ে ছ’হাজারের মতন। কিন্তু দেখা যাচ্ছে, গত বছর আইএএস অফিসার রয়েছেন পাঁচ হাজারের কিছু বেশি।

প্রায় দেড় হাজারের মত অফিসারের পদ ফাঁকা রয়েছে বলে এদিন লোকসভায় জানান প্রতিমন্ত্রী। রাজ্য ধরে যে পরিসংখ্যানটা তিনি তুলে ধরেছেন, তাতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে ৫১৫ জন আইএএস অফিসারের পদ ফাঁকা রয়েছে।


এছাড়া বিহারে রয়েছে ২৪৩, ঝাড়খন্ডে রয়েছে ১৪৪ এবং হরিয়ানায় ১৫৫ জন পদ শূন্য রয়েছে। অন্যদিকে গুজরাটে ২৪১, হিমাচলপ্রদেশে ১১৫, জম্মু ও কাশ্মীরে ৯১, নাগাল্যান্ডে ৬৭, সিকিমে ৩৭, তেলেঙ্গানায় ১৩০, পাঞ্জাবে ১৮২, ছত্তিশগড়ে ১৫৪ জন আইএএস অফিসারের পদ শূণ্য রয়েছে।

গত ছ’বছর ধরে সরকার সরাসরি আইএএস অফিসার নিয়োগ করেছে ১৮০ জন। সিং এদিন আরও জানিয়েছেন, সিলেকশন কমিটির মিটিংয়ে প্রমোশন কোটা নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে প্রার্থী পদ পূরণ নিয়ে আলোচনা হবে।