পথদুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নতুন প্রকল্পের ঘোষণা কেন্দ্রের। আহতদের জন্য ‘নগদহীন চিকিৎসা’-র কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। তিনি জানান, পথদুর্ঘটনায় আহতদের সাত দিনের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। শুধু তা-ই নয়, ধাক্কা মেরে পালানোর (হিট অ্যান্ড রান) ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করলেন গডকড়ী। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে পথদুর্ঘটনার বিষয়ে জানানো হলে সরকার আহতদের চিকিৎসার খরচ বহন করবে।
মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে রাজ্যের সড়ক পরিবহণমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন গডকড়ী। এই বৈঠকের উদ্দেশ্য ছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্কের উন্নতি এবং পরিবহণ সম্পর্কিত নীতিগুলি নিয়ে আলোচনা করা। সেই বৈঠকেই নতুন প্রকল্পের কথা জানান তিনি। এদিন পরিবহনমন্ত্রী ২০২৪ সালের পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রকাশ করে বলেন, গত বছর প্রায় এক লাখ ৮০ হাজার মানুষ মারা গিয়েছেন পথদুর্ঘটনায়।
তিনি আরও বলেন, গত এক বছরে শুধু হেলমেট না পরার কারণেই মৃত্যু হয়েছে ৩০ হাজার জনের। ১৮ থেকে ৩৪ বছর বয়সিদের মধ্যেই এই দুর্ঘটনা বেশি ঘটেছে বলে দাবি গডকড়ীর। পাশাপাশি, স্কুল ও কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে কাছে প্রবেশ এবং প্রস্থানের জায়গাতেও অনেক দুর্ঘটনা ঘটেছে। সঠিক পরিকল্পনার অভাবে পথদুর্ঘটনায় ১০ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এই সংখ্যা কমানোর চেষ্টা করছে সরকার, এমনটাই জানিয়েছেন গডকড়ী।