• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

অরুণাচলে গেরুয়া ঝড়, ধরাশায়ী কংগ্রেস 

দিল্লি, ২ জুন – বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অরুণাচল প্রদেশে ফের সরকার গড়তে চলেছে পেমা খাণ্ডুর নেতৃত্বাধীন বিজেপি। অভাবনীয় এই ফলের জন্য অরুণাচলের বাসিন্দাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেল হাত শিবির,  উত্তর-পূর্ব ভারতে ধরাশায়ী হল কংগ্রেস৷   লোকসভা ভোটের ফলাফলের আগে উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হল রবিবার৷ অরুণাচলের ফলে

দিল্লি, ২ জুন – বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অরুণাচল প্রদেশে ফের সরকার গড়তে চলেছে পেমা খাণ্ডুর নেতৃত্বাধীন বিজেপি। অভাবনীয় এই ফলের জন্য অরুণাচলের বাসিন্দাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেল হাত শিবির,  উত্তর-পূর্ব ভারতে ধরাশায়ী হল কংগ্রেস৷
 
লোকসভা ভোটের ফলাফলের আগে উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হল রবিবার৷ অরুণাচলের ফলে স্পষ্ট যে, সে রাজ্যে সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট ৷ সেখানে৬০  বিধানসভা আসনের মধ্যে একটি আসন পেয়েছে কংগ্রেস ৷
 
উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০ টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি । মোট ৪৬ টি আসনে জয় পেয়েছে বিজেপি৷ ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে পাঁচটি আসন । একটি কংগ্রেস এবং অন্যান্যরা আটটি আসন পেয়েছে ৷ সুতরাং তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ।

দল ফের রাজ্যে ক্ষমতায় আসছে, এই আভাস পেতেই মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রবিবার বিজেপি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেন  তাঁদের নিজেদের আসনে জিতেছেন । অরুণাচল বিধানসভায় ম্যাজিক ফিগার ৩১। ন্যাশনাল পিপলস পার্টি একটি আসনে জিতেছে এবং চারটি আসনে এগিয়ে রয়েছে । পিপলস পার্টি অফ অরুণাচল দুটি আসনে এগিয়ে রয়েছে । খোনসা আসনে নির্দল প্রার্থী ওয়াংলাম সাউইন জিতেছেন । ইটানগরে বিজেপি অফিসের বাইরে ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকরা জড়ো হয়ে বিজয়োল্লাসে মেতেছেন ৷

এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী খান্ডু লিখেছেন, “৫৩  চাংলাং উত্তর আসন থেকে জয়ী হওয়ার জন্য তেসাম পংটেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি । আপনার বিজয়, আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির প্রমাণ । মানুষের সেবা করার জন্য কাজ করুন ।” অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, “৫৭  বোরদুরিয়া-বোগাপানি আসন থেকে জয়ী হওয়ার জন্য ওয়াংলিন লোয়াংডংজিকে অভিনন্দন ।” অন্যান্য কেন্দ্র থেকে জয়ী হওয়া প্রার্থীদেরও অভিনন্দন জানিয়েছেন পেমা খান্ডু ৷

২০১৯ বিধানসভা নির্বাচনে, বিজেপি অরুণাচল প্রদেশে ৪১টি আসন জিতেছিল ৷ জনতা দল (ইউনাইটেড) সাতটি, ন্যাশনাল পিপলস পার্টি পাঁচটি, কংগ্রেস চারটি এবং অরুণাচলের পিপলস পার্টি একটি আসন পেয়েছিল । একজন কংগ্রেস বিধায়ক, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবম টুকি বাদে সকলেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ।

২০১৪-র বিধানসভা ভোটে জিতে অরুণাচলে কংগ্রেস সরকার গঠন করলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯-এর ভোটে সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল গেরুয়া শিবির। এ বার কংগ্রেস, এনপিপির মতো বিরোধী দলগুলি থাকলেও সেখানে বিজেপির ক্ষমতা পুনর্দখল কার্যত নিশ্চিত বলে বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে আসে।