গুজরাতের খাবাদা রান অব কচ-এ ভারতের বৃহত্তম সৌর পার্ক স্থাপন করছে ন্যাশনাল থারমাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)। সৌর বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ৪৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং তা বাণিজ্যিকভাবে বন্টন করা হবে।
এনটিপিসি ইতিমধ্যেই সিমহাদ্রি থারমল পাওয়ার প্ল্যান্টে ভাসমান ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প সফলভাবে চালু করেছে। ২০২৩ সালের মধ্যে এনটিপিসি ৬০ জিগাওয়াট পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে।
চলতি সময়ে দেশে বিভিন্ন রাজ্যের সত্তরটি বিদ্যুৎ কেন্দ্রে ৬৬ জিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাযুক্ত প্যানেল স্থাপিত হয়েছে। আরও ১৮ জিগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নির্মাণ প্রক্রিয়াধীন।