জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কোভিডের আগের নিয়মেই ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনটিএ। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে এনটিএ। তবে পরীক্ষার সূচি বা নির্ঘন্ট এখনও প্রকাশ করা হয়নি। এনটি -এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে দুটি ভাগ থাকবে। ক-বিভাগে থাকবে ২০টি প্রশ্ন এবং খ -বিভাগে থাকবে ৫টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়া বাধ্যতামূলক পরীক্ষার্থীদের জন্য। কোভিডের আগে এই নিয়মের পরীক্ষা পরিচালনা করা হতো। কিন্তু কোভিডের কারণে জেইই মেন ২০২১ পরীক্ষায় কিছুটা শিথিলতা আনা হয়। এবার সেই নিয়মেরই পরিবর্তন ঘটানো হল। একটি পৃথক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে যে, জেইই মেন ২০২৫-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল jeemain.nta.ac.in এবং এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া যথাসময়ে শুরু করা হবে।
জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, মেন ২০২৫ প্রশ্নপত্রের বি বিভাগে ঐচ্ছিক প্রশ্ন থাকবে না । এটি ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং – উভয় পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানিয়েছে এনটিএ ।
এনটিএ-র নির্দেশিকা অনুযায়ী, জেইই মেন-এর প্রশ্নপত্রে মোট ৭৫টি প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের। উত্তর ঠিক হলে প্রশ্ন পিছু ৪ নম্বর করে পাবেন পরীক্ষার্থীরা। ভুল করলে প্রশ্ন পিছু ই নম্বর করে কাটা হবে। নতুন এই নিয়মে পরীক্ষার্থীদের নম্বর তোলা যথেষ্ট কঠিন হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যেমন, ইঞ্জিনিয়ার হওয়ার প্রবেশিকা পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, ও অঙ্ক, প্রতিটি বিষয়ে ২৫টি করে প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।
কোভিডের সময় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছিল এনটিএ। ২০২৪ সাল পর্যন্ত সেই নিয়মেই পরীক্ষা পরিচালনা করা হয়ে এসেছে।এবার আবার আগের নিয়মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। এতদিন পর্যন্ত প্রশ্নপত্রের খ-বিভাগে ১০টি প্রশ্নের মধ্যে ৫টি প্রশ্নের উত্তর লিখতে হতো পরীক্ষার্থীদের। এবার সেখানে শুধুমাত্র ৫টি প্রশ্নই থাকবে। এই ৫টি প্রশ্নেরই উত্তর লিখতে হবে। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্টের শেষ চারটি পরীক্ষায় প্রশ্নপত্রে ৯০ টি প্রশ্ন ছিল। ক বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত থেকে ২০ টি এবং খ বিভাগে তিনটি বিষয় থেকে ১০ টি করে প্রশ্ন ছিল। প্রার্থীদের খ বিভাগের তিনটি বিষয় থেকে পাঁচটি করে প্রশ্নের উত্তর করতে হয়েছিল।
পরীক্ষার্থীদের পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য এনটিএ-র ওয়েবসাইট থেকে জানা যাবে।