দিল্লি, ১৮ জুন– বিভিন্ন কাজের জন্য একাধিক অ্যাপের প্রয়োজন ফুরিয়ে আসছে ধীরে ধীরে৷ এবার এক অ্যাপেই পাওয়া যাবে সব পরিষেবা৷ সেই পথেই এবার এগোচ্ছে পেটিএম ও জ্যোমাটো৷ এবার ফুড ডেলিভারি অ্যাপ জ্যোমাটো-তেই পাওয়া যেতে পারে সিনেমার টিকিটও৷ সূত্রের খবর, ইতিমধ্যেই জ্যোমাটোর সঙ্গে আলোচনা শুরু করেছে পেটিএম৷
জানা গিয়েছে, ব্যবসা আরও বাড়াতেই নতুন আঙিনায় পা রাখতে চলেছে পেটিএম৷ জ্যোমাটোর সঙ্গে তারা ব্যবসা বাড়ানো নিয়ে আলোচনা শুরু করেছে৷ সূত্রের খবর, ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড (পেটিএমের সংস্থা) ও জ্যোমাটো এবার অ্যাপে খাবার ডেলিভারির পাশাপাশি সিনেমা ও বিভিন্ন শোয়ের টিকিট বিক্রি করার চিন্তাভাবনা করছে৷ এই নিয়ে তাদের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়ে গিয়েছে৷ যদিও এই বিষয়ে পেটিএম বা জ্যোমাটো-কেউই বিবৃতি দেয়নি৷
প্রসঙ্গত, সম্প্রতিই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে রিজার্ভ ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করার পরই ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পডে়ছে পেটিএম৷ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ন্ত্রণ না করলেও, ডিজিটাল ওয়ালেটের জন্য পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরই নির্ভরশীল ছিল৷