ঝাড়খণ্ডে সংগঠিত অপরাধ দমনে বড়সড় সাফল্য। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কুখ্যাত এক গ্যাংস্টারের। মৃত ওই দুষ্কৃতীর নাম আমন সিং। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পালামৌ জেলাতে। এই ঘটনাটি উত্তর প্রদেশের আর এক দুষ্কৃতী বিকাশ দুবের মৃত্যুর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, যাকে একটি প্রোডাকশন ওয়ারেন্ট-এর কারণে রায়পুর জেল থেকে রাঁচিতে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা করেছিল।
পালামৌ জেলার পুলিশ সুপার রিশমা রমেশন জানিয়েছেন, ঘটনার সময় ঝাড়খণ্ড এটিএস টিম আমন সাহুকে পাহারা দিয়ে রেখেছিল। সে সময় এই গ্যাংস্টারের সহযোগীরা সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ পুলিশ কনভয়ে আচমকা হামলা চালায়। ঘটনাটি ঘটে চৈনপুর-রামগড় রোডের আনহরি ধোধা উপত্যকার কাছে। পুলিশের হাত থেকে আমনকে মুক্ত করার জন্য ওই দুষ্কৃতীরা গাড়িতে বোমা নিক্ষেপ করে। এরই মধ্যে আমন কনস্টেবল রাকেশ কুমারের রাইফেল কেড়ে নিয়ে পাল্টা পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে। এরপরই সেই আক্রমণ প্রতিহত করতে পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই সাহুর মৃত্যু হয়। এদিকে কনস্টেবল রাকেশ কুমারের উরুতে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন। তিনি এখন পালামৌয়ের এমএমসি হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, আমন সাহু ঝাড়খণ্ডের অন্যতম কুখ্যাত দুষ্কৃতী। সে দুষ্কৃতীদের একটি সংগঠিত চক্র চালিয়ে যাচ্ছিল। সে স্থানীয় কয়লা ব্যবসায়ী, পরিবহন সংস্থা, ঠিকাদার, আবাসন নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায়ীদের থেকে তোলা আদায় করতো। এইসব এলাকায় সাহুর গ্যাং সশস্ত্র হামলা চালিয়ে স্থানীয় মানুষের মনে ভীতি সঞ্চার করতো। এবং সামাজিক মাধ্যমে তারা সেই হামলার দায়ও স্বীকার করে নিত। সাহুর এই দুষ্কৃতী চক্র রাঁচি, রামগড়, চাতরা, ধানবাদ, হাজারিবাগ পালামৌ, লাতেহার এবং বোকারো সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় নিজেদের প্রভাব বিস্তার করেছিল। এইসব অঞ্চলে তার বিরুদ্ধে এপর্যন্ত ৫০টিরও বেশি অভিযোগ দায়ের হয়েছে।