শুধু ২৪ শতাংশই নয় বাড়ল মৃত্যুও, করোনার বলি প্রাণ ৪৫

A municipal worker walks past a graffitti of a youth wearing a facemak during a government-imposed nationwide lockdown as a preventive measure against the COVID-19 coronavirus, in Mumbai on May 4, 2020. (Photo by INDRANIL MUKHERJEE / AFP)

কিছুতেই যেন পিছু চাদর নাম নেই কোরোনার। একদিন একটু কমলেও পরদিন একলাফে ২৪ শতাংশ বেড়ে ফের ঘরের ওপর নিঃস্বাস ছাড়তে শুরু করল করোনা।

মঙ্গলবার দেশের করোনা পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিলেও বুধবারের সংখ্যা বলছে তা ২৪ ঘণ্টায় ফের উদ্বেগজনক হয়ে উঠল পরিস্থিতি।

দেশের করোনা সংক্রমণ একলাফে বৃদ্ধি পেল ২৪ শতাংশ। বাড়ল মৃতের সংখ্যাও। শুধু অস্বস্তিই নয় চিন্তার বিষয়ও নয়া ভ্যারিয়েন্টও। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অ্যাকটিভ কেসও।


বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৯০৬ জন।

গতকালের তুলনায় যা বেশ খানিকটা বেশি। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস।

বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৪৫৭। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩০ শতাংশ। দেশের দৈনিক পজিটিভিটি রেট ৩.৬৮ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৫১৯।

বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক কেরল , কর্ণাটক, তামিলনাড়ু,মহারাষ্ট্রর মতো রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টাতেই যেমন টেস্টিং বাড়তেই মহারাষ্ট্রে সংক্রমণের হার বাড়ল ১০০ শতাংশ।

সে রাজ্যে একদিনে আক্রান্ত ২৪৩৫ জন। প্রাণ হারিয়েছেন ১৩ জন। এদিকে তামিলনাড়ুতে ২৪ ঘণ্টায় সংক্রমিত ২২৮০ জন।