• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

আর সমন নয়, এবার পর সোজা সঞ্জয় রাউতের বাড়িতে সিআরপিএফ নিয়ে হাজির ইডি

মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে সরকারের শপথের পরদিনই টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাউতকে। যদিও শেষ দুটি সমনে তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি।

Enforcement Directorate.(Facebook)

জমি দুর্নীতি মামলায় এর আগেও রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার আর সমন নয় একাধিক সিআরপিএফের জওয়ান বিয়ে সোজা তাঁর বাড়িতে গিয়ে হাজির হল ইডির একটি দল।

তবে রাজনৈতিক মহল মনে করছে মহারাষ্ট্রে ক্ষমতা হারাতেই কেন্দ্রীয় এজেন্সির চাপে উদ্ধব পন্থী শিব সেনা নেতা সঞ্জয় রাউত।

পাত্র চাউল জমি দুর্নীতি মামলায় এর আগে তাঁকে, তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের একাধিকবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী এর আগে সঞ্জয়ের স্ত্রী এবং ঘনিষ্ঠদের প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি।

এর আগে মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে সরকারের শপথের পরদিনই টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাউতকে। যদিও শেষ দুটি সমনে তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি।

সংসদে অধিবেশন থাকায় হাজিরা দেওয়া সম্ভত নয় বলে কেন্দ্রীয় এজেন্সিকে জানান শিব সেনা সাংসদ। তারপরই রবিবার সদলবলে ইডি আধিকারিকরা তাঁর ভান্ডুবের বাড়িতে হানা দেন।

রাউত অবশ্য সেই সময় মুম্বইয়ের বাড়িতে ছিলেন না। আসলে ইডি সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেকারণেই এই অভিযান।

সঞ্জয় রাউত বরাবর অভিযোগ করে আসছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। এই ধরনের কোনও দুর্নীতিতে তিনি যুক্ত নন।

এদিনও টুইট করে শিব সেনা সাংসদ বলেছেন, “আমি বালাসাহেবের নামে শপথ করে বলতে পারি এখানে কোনও আর্থিক দুর্নীতি হয়নি। বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন, আমি লড়াই করে যাব।”