• facebook
  • twitter
Sunday, 1 December, 2024

পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিম, মানতে হবে একাধিক নিয়ম

অপেক্ষার অবসান! অবশেষ পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিম। পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাস্তা। বিপর্যয়ের জেরে বন্ধ ছিল এই রাস্তা।

অপেক্ষার অবসান! অবশেষ পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিম। পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাস্তা। বিপর্যয়ের জেরে বন্ধ ছিল এই রাস্তা। লাচুং বেড়াতে যাওয়ার জন্য ১ ডিসেম্বর থেকেই অনলাইনে গাড়ির পারমিট দেওয়া হচ্ছে, এমনটাই খবর মিলেছে। আরেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইয়ুমথাং, জিরো পয়েন্টেরও পারমিট রবিবার থেকে দেওয়া হচ্ছে। তবে রাস্তার কাজ চলার জন্য গুরুদংমার, চুংথান ও থাঙ্গুর পারমিট আগামী ১০ ডিসেম্বর থেকেই দেওয়া হবে।

২০২৩ সালের অক্টোবর মাসে মেঘভাঙা বৃষ্টির ফলে বন্যা ও ধসের ঘটনা ঘটেছিল সিকিমে। সেই থেকে পর্যটকদের জন্য বন্ধ ছিল উত্তর সিকিম। লোনার্ক হ্রদ বিপর্যয়ের পরে উত্তর সিকিম যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। রবিবার ফের টুং নাগা রুট খুলে দেওয়া হয়। শুক্রবার সিকিমের পর্যটনমন্ত্রী থেন্দুপ ভুটিয়া এই রুটের উদ্বোধন করেন। অবশ্য রাস্তা খুললেও পর্যটকদের একাধিক নিয়মকানুন মেনে চলার নির্দেশ দেওয়তা হয়েছে।

সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, বেড়াতে গেলে একদিন আগে কিংবা যাত্রার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে। কোনওভাবেই ছোট গাড়ি নিয়ে যাওয়া যাবে না। পর্যটকদের এসইউভি গাড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় শুধুমাত্র গাড়ি চলাচল করতে পারবে। রাস্তার সংস্কারের কাজে কোনওরকম বাধা দেওয়ার অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। লাচেন, লাচুংয়ের সড়ক পরিস্থিতি নিয়ে সম্প্রতি আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

যাত্রার সময়সীমা নিয়েও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১০টার মধ্যে গাড়িগুলিকে মঙ্গন বাজার এলাকা অতিক্রম করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট জানতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে নাইট স্টে’র ওপর নিষেধাজ্ঞা থাকছে। জেলা পুলিশ সুপার সোনম দেচু ভুটিয়ার প্রস্তাব অনুযায়ী ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য গাড়ির সংখ্যা বেঁধে দেওয়া হতে পারে।

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস মৈত্র বলেন, ১ ডিসেম্বর থেকে খুলছে উত্তর সিকিম। মোটর ভেহিক্যালস সংগঠনের তরফে এই তথ্য জানানো হয়েছে। সমতল থেকে পর্যটকদের পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।অ্যাসোসিয়েশেন ফর কনজারভেশন অব ট্যুরিজমের এক কর্তা জানান, উত্তর সিকিম খুলে যাওয়ায় এলাকার পর্যটন সার্কিট সম্পূর্ণ হবে।