গালওয়ান সংঘর্ষের পর সাড়ে চার বছরের ব্যবধানে আবার আগের মতোই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ডেপসং এবং ডেমচকে টহলদারি শুরু করল ভারত ও চিন উভয় দেশের সেনা। দীপাবলির দিনে উভয় দেশের সেনার মধ্যে মিষ্টিমুখ করে সৌজন্য বিনিময় হয়। ভারত এবং চিন উভয় দেশই এই টহলদারি প্রসঙ্গে পরস্পরকে সৌজন্যের বার্তা দেয়। তার পরই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর আবার আগের মতোই টহলদারি শুরু করল দুই দেশের সেনা।