কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পর কৃষিক্ষেত্রের প্রথম জনসভায় উন্নয়নের কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাষণে। মোদির বৃহস্পতিবার নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
নতুন বিমানবন্দরটি তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ জেলায়। নয়া বিমানবন্দরটি সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য, এটিই হবে উত্তর ভারতের পণ্য রপ্তানির সিংহদরজা বলেন, পর্যটন ও কৃষিক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে এই বিমানবন্দর।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, নতুন বিমানবন্দর নয়ডা ও পশ্চিম উত্তরপ্রদেশকে বিশ্বের মানচিত্রে তুলে আনবে। বিশেষভাবে প্রভাবিত হবে পর্যটন শিল্প। নয়ডা বিমানবন্দর নির্মাণ হয়ে গেলে পুণ্যার্থীরা অনায়াসে রাজ্যের মন্দির ও মাজার দর্শন করতে পারবেন। এরপরই কৃষিক্ষেত্রের উন্নয়নের প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী।
বলেন, পশ্চিম উত্তরপ্রদেশে কৃষিক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে তা বাস্তব হবে এবার। ছোট কৃষকরা সহজেই কৃষিপণ্য রপ্তানি করতে পারবেন। প্রধানমন্ত্রী মোদির মতে, উত্তরপ্রদেশ আগামী দিনে ‘উত্তম সুবিধা’ এবং ‘নিরন্তর নিবাস’ নামে পরিচিত হবে।
উল্লেখ্য, গুরু নানকের জন্মদিনে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার কথা জানান। যার ফলে সাফল্য পায় কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন।
যদিও আন্দোলনকারী কৃষকেরা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না কাগজকলমে আইন প্রত্যাহার হবে, ততক্ষণ আন্দোলন চলবে। পাশপাশি ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে তাঁদের দাবি মেটাতে হবে।