কলকাতা, ১০ জানুয়ারি – কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কীভাবে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে গবেষণা করছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই গবেষণা বাস্তবে কার্যকরী করতে, এবং তা নিয়ে পরীক্ষানিরীক্ষা ও গবেষণা করতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন যোগীর রাজ্য উত্তরপ্রদেশকে।
নোবেল পাওয়ার পর শ্রীবৃদ্ধি হয়েছিল তিলোত্তমা কলকাতার। কারণ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কলকাতারই ছেলে। নোবেলজয়ী এই বাঙালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং পশ্চিমবঙ্গ সরকারের কোভিড ম্যানেজমেন্ট এক্সপার্ট কমিটির সদস্য হলেও তাঁর গবেষণা নিয়ে বৃহত্তর কাজের জন্য যোগী আদিত্যনাথের দ্বারস্থ হলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিজিৎ বিনায়ক এবং যোগী আদিত্যনাথের কুশল বিনিময়ের ছবি।যদিও গবেষণা নিয়ে এখনই মুখ খুলতে চাননি নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ। তিনি এক সংবাদ মাধ্যমে জানান, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ের কাজে এখন ব্যস্ত রয়েছি। এখনই গবেষণার বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।’’
প্রসঙ্গত, অভিজিৎ তাঁর এই গবেষণার কাজ কিছুটা পশ্চিমবঙ্গেও করেন বলে জানা যায়। কিন্তু এখন গবেষণা যে পর্যায়ে তাতে উত্তরপ্রদেশই দেশের মধ্যে সবচেয়ে ভাল জায়গা বলে মনে করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। উত্তরপ্রদেশের জনবিন্যাসের কারণেই এই রাজ্য দেশের মধ্যে সবচেয়ে উপযুক্ত বলেই তিনি মনে করেন বলে জানা যায় ।