এর আগে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের বাসভবনের বাইরে হেনস্থার মুখে পড়তে হয়েছিল সিবিআই অফিসারদের। বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ের হামলার ঘটনা ঘটে। এই সব থেকে শিক্ষা নিয়ে এবার বিজেপি নেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলার পুলিশের ওপর ভরসা না রেখে দু কোম্পানি সিআরপিএফ রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বিধানসভা সভা ভােট না মেটা পর্যন্ত এ রাজ্যেই তারা মােতায়েন থাকবেন বর্তমানে সিবিআই এবং ইডি, আয়কর দফতরের আধিকারিকরা যখন কোনও অভিযানে যাচ্ছেন সিআরপিএফ তাদের নিরাপত্তার দায়িত্বে থাকছে।
ফলে আগামীতে এ ধরনের কেন্দ্রীয় এজেন্সির অভিযান রাজ্যে বাড়লে নিরাপত্তার কথা ভেবে স্বরাষ্ট্রমন্ত্রক দু কোম্পানি সিআরপিএফ পাঠাচ্ছে। আপাতত দুটি জায়গায় বেস ক্যাম্প করবে এই বাহিনী। একটি দুর্গাপুর ও অন্যটি খড়গপুর। যখন যেখানে প্রয়ােজন হবে সে কথা মাথায় রেখে জওয়ানদের মােতায়েন করা হবে বলে জানা যাচ্ছে।