জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে এ বার থেকে প্রতিদিন ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে টোল বা কর দিতে হবে না। জাতীয় সড়কের টোল আদায় নীতি সংশোধন করে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে কেন্দ্র। এর ফলে যাঁদের গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-এ থাকা নিজস্ব গাড়ি রয়েছে তাঁরা লাভবান হবেন। ২০০৮ সালের জাতীয় সড়ক টোল আইন সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত নীতিতে বলা হয়েছে, জাতীয় সড়ক দিয়ে যাতায়াতে সর্বোচ্চ ২০ কিলোমিটার পর্যন্ত টোল দিতে হবে না। দু’দিকের যাত্রাপথ যদি ২০ কিলোমিটারের বেশি হয় তাহলে মোট পথের বিচারে টোল দিতে হবে।
আরও বলা হয়েছিল. কোনও পুরসভা বা শহর এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে টোল প্লাজা থাকলে যাতে স্থানীয় যানবাহনকে টোল দিতে না হয়। যদি পাঁচ কিলোমিটারের মধ্যে টোল প্লাজা থাকে তাহলে স্থানীয় বাসিন্দারা করের উপর ছাড় পাবেন।