• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দিল্লি বৈঠকে যোগ দিতে এক বিমানে দুই ‘শত্রু’ নীতীশ-তেজস্বী

পাটনা, ৫ জুন– এ যেন বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা৷ বিহারের রাজনীতিতে দু’জন শুধু দু’শিবিরের বলেই পরিচিত নয়৷ একেঅপরের শত্রু বলেই পরিচিত৷ একদিকে সদ্য বিজেপির হাত ধরা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্যদিকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতাও বিরোধী জোট ইন্ডিয়ার সমর্থক তেজস্বী যাদব৷ বুধবার তাদের দু’জনকেই দেখা গেল একই সঙ্গে একই বিমানে

পাটনা, ৫ জুন– এ যেন বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা৷ বিহারের রাজনীতিতে দু’জন শুধু দু’শিবিরের বলেই পরিচিত নয়৷ একেঅপরের শত্রু বলেই পরিচিত৷ একদিকে সদ্য বিজেপির হাত ধরা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্যদিকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতাও বিরোধী জোট ইন্ডিয়ার সমর্থক তেজস্বী যাদব৷ বুধবার তাদের দু’জনকেই দেখা গেল একই সঙ্গে একই বিমানে সফর করতে৷ দু’জনেরই গন্তব্য দিল্লিতে বৈঠকে অংশ নেওয়া৷ কিন্তু দুই শিবিরের হয়ে৷
লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার৷ ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার আর সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি৷ তবে জোট হিসাবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর৷ এই আবহেই নিজেদের ঘাঁটি আরও শক্ত করতে বুধবার দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিকেরা৷ এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে৷ এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে বুধবার সকালে৷ ঘটনাচক্রে, একই বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতীশ কুমার৷ বিমানে তাঁদের আসনও একেবারে পর পর৷ যদিও, তাঁরা আলাদা আলাদা দু’টি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন৷ নীতীশ দিল্লি যাচ্ছেন এনডিএ শরিকদলগুলির সঙ্গে বৈঠক করতে৷ তেজস্বী বৈঠকে বসবেন ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে৷ তবে বিহার থেকে একই বিমানে চেপে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা৷  ৪০ আসনের বিহারে নীতীশের জেডিইউ এবং বিজেপি— উভয় জোটসঙ্গীই ১২টি করে আসন পেয়েছেন৷ আরজেডি পেয়েছে ৪টি আসন৷
২০২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএ মোট ২৯২টি আসন জিতেছে৷ তার মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন৷ অন্য দিকে, বিজেপি বিরোধী জোট পেয়েছে ২৩৩টি আসন৷ উল্লেখযোগ্য ভাবে আসনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের৷ লোকসভা আসনের সংখ্যার হিসাব বলছে, সব কিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ৷ উল্লেখ্য, নীতীশের রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বার বার জোট বদলেছেন৷ জানুয়ারি মাসেই জোট ‘ইন্ডিয়া’ ছেডে় এনডিএতে যোগ দিয়েছেন তিনি৷ তার পর থেকে এনডিএতেই রয়েছেন৷ অন্য দিকে, তেজস্বী শত্রু জোটের শরিক৷ এই আবহেই একই বিমানে চডে় তাঁদের দিল্লিযাত্রাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷