কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের গ্রেফতারি ইস্যুতে মহারাষ্ট্র প্রশাসনকে একহাত নিয়ে নীতিশ রানে টুইটারে একটি ভিডিও পােস্ট করেছেন। রাজনীতি ছবির একটি দৃশ্য পােস্ট করেছেন যেখানে মনােজ বাজপেয়ীকে সতর্ক করে বলতে শােনা গেছে, ‘করওয়া জবাব মিলেগা’।
বিজেপি নেতা নারায়ণ রানেকে গতকাল দলের জন আশীর্বাদ যাত্রা চলাকালীন গ্রেফতার করা হয়। তাকে আদালতে পেশ করা হলেও জামিন মঞ্জুর করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদ্য নিয়ােগ হওয়া মন্ত্রীরা দেশের সর্বত্র। জন আশীর্বাদ যাত্রা করবেন।
বিজেপি নেতা নারায়ণ রানেও গতকাল রন্তগিরি জেলায় দলের কর্মী সমর্থকদের নিয়ে। জন আশীর্বাদ যাত্রায় অংশ গ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারকেন বলার কারণে তাকে গােলাভলিতে জন আশীর্বাদ যাত্রা থেকে গ্রেফতার করা হয়েছিল।
আগামি দিনে যাতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয় তার জন্য রানেকে সতর্ক করা হয়েছে। তাকে ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর রত্নগিরি থানায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে।