• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তীব্র যন্ত্রণায় অবশেষে হাসপাতালে নীতীশ কুমার

পাটনা, ১৫ জুন– সবে সাফল্যের উৎসব উদ্যাপন শুরু করেছিলেন এনডিএ সরকার গঠনের অন্যতম কারিগত জেডিইউ প্রধান নীতীশ কুমার৷ আর এর মধ্যেই হাসপাতালে যেতে হল তাঁকে৷ টানা ৩ মাস ধরে লাগাতার নির্বাচনী প্রচারের পর অবশেষে বিহারে ফুটেছে পদ্ম৷ জানা গেল বিহারের পদ্মফুল ফোটানোর মুখ্য কারিগত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হাসপাতালে ভর্তি হতে হয়েছে৷ জানা গিয়েছে, শনিবার

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। (File Photo: IANS)

পাটনা, ১৫ জুন– সবে সাফল্যের উৎসব উদ্যাপন শুরু করেছিলেন এনডিএ সরকার গঠনের অন্যতম কারিগত জেডিইউ প্রধান নীতীশ কুমার৷ আর এর মধ্যেই হাসপাতালে যেতে হল তাঁকে৷ টানা ৩ মাস ধরে লাগাতার নির্বাচনী প্রচারের পর অবশেষে বিহারে ফুটেছে পদ্ম৷ জানা গেল বিহারের পদ্মফুল ফোটানোর মুখ্য কারিগত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হাসপাতালে ভর্তি হতে হয়েছে৷ জানা গিয়েছে, শনিবার পরিস্থিতি অত্যন্ত গুরুতর আকার নেওয়ায় পাটনার এক হাসপাতালে চিকিৎসকদের শরণাপন্ন হন তিনি৷
সূত্রের খবর, শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল বিহারে৷ সেখানে উপস্থিত হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী৷ জানা যাচ্ছে, সেখানেই সহকর্মীদের জানিয়েছিলেন হাতে প্রবল যন্ত্রণার কথা৷ শুক্রবার রাতে যন্ত্রণা আরও প্রবল আকার নেয়৷ এর পর সকালে পরিস্থিতি আরও গুরুতর আকার নিলে তাঁকে নিয়ে যাওয়া হয় পাটনার এক হাসপাতালে৷ সেখানে অর্থোপেডিক বিভাগে চিকিৎসকরা তাঁর হাতের পরীক্ষা নিরীক্ষা করেন৷ পর্যাপ্ত বিশ্রামের নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে৷ চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন নীতীশ কুমার৷
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নির্বাচন উপলক্ষে অত্যন্ত ব্যস্ত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী৷ বিহারে লাগাতার প্রচার তো বটেই৷ দিল্লিতেও দফায় দফায় সফর করতে হয়েছে নীতীশকে৷ এনডিএ সরকার গঠনের পর সেই ব্যস্ততা আরও কিছুটা বেড়েছে নীতীশের৷ গত ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহন অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি৷ সেখান থেকে শুক্রবার পাটনা ফিরে মন্ত্রিসভার বৈঠক করেন তিনি৷ এর পর হাতের যন্ত্রণায় কাবু হয়ে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী৷
অবশ্য লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীনও মাঝে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন নীতীশ কুমার৷ জানা গিয়েছিল, প্রচণ্ড গরমে কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ তবে অল্প কিছুদিনের বিশ্রামের পর ফের স্বমহিমায় প্রচারের ময়দানে নেমে পড়েছিলেন নীতীশ৷