• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হঠাৎই সম্মান না পাওয়া নিয়ে আক্ষেপে অভিমানী গড়কড়ি

দিল্লি, ৭ ফেব্রুয়ারি– মোদি সরকারের যে সমস্ত প্রথম সারির নেতাদের দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় তাদের মধ্যে নীতিন গড়কড়ি তাদের মধ্যে একজন৷ দলের সেই বর্ষীয়ান নেতার মুখেই এবার সম্মান পাওয়া নিয়ে আক্ষেপের সুর৷ এক সংবাদমাধ্যম গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী৷ সেখানেই বক্তব্য রাখার সময় গড়করি জনসমক্ষে সম্মান পাওয়া নিয়ে আক্ষেপ

দিল্লি, ৭ ফেব্রুয়ারি– মোদি সরকারের যে সমস্ত প্রথম সারির নেতাদের দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় তাদের মধ্যে নীতিন গড়কড়ি তাদের মধ্যে একজন৷ দলের সেই বর্ষীয়ান নেতার মুখেই এবার সম্মান পাওয়া নিয়ে আক্ষেপের সুর৷
এক সংবাদমাধ্যম গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী৷ সেখানেই বক্তব্য রাখার সময় গড়করি জনসমক্ষে সম্মান পাওয়া নিয়ে আক্ষেপ করে বসলেন৷ সেখানে তিনি বলেন, ‘যে দলেরই সরকার ক্ষমতায় থাক, ভালো কাজের জন্য সম্মান পাওয়া যায় না৷ আর যারা খারাপ কাজ করে তারা শাস্তি পায় না৷ আমি সব সময় রসিকতা করে বলি, কোন দলের সরকার চলছে তাতে কিছু যায় আসে না৷ একটা জিনিস নিশ্চিত৷’ তবে এখনও আদর্শবাদী নেতারা রয়েছে বলেই দাবি তাঁর৷ যদিও গড়করির মতে, সেই সংখ্যাটা ক্রমেই কমছে৷ বিজেপি নেতার মতে, আদর্শের এই বিচু্যতি গণতন্ত্রের জন্য ভালো নয়৷ তবে শুধু সম্মান নয়, সুবিধাভোগী নেতাদের খোঁচা দি‌েও তিনি বাদ যাননি গড়করি৷ এরপর তিনি বলেন, ‘এঁরা দক্ষিণপন্থী কিংবা বামপন্থী নন৷ এঁরা সুবিধাবাদী৷’
বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য অত্যন্ত স্বাভাবিক বলেই মনে করেন গড়করি৷ তাঁর কথায়, ‘বিতর্ক বা আলোচনায় মতপার্থক্য কোনও সমস্যা নয়৷ সমস্যা হল স্পষ্ট ধারণার অভাব৷’ এরই পাশাপাশি ‘সুবিধাবাদী নেতা’দের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন গড়করি৷ বলেন, এই শ্রেণির নেতারা সব সময় ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকেন৷ সংসদে এসে কে কী বলছেন, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের নির্বাচনি এলাকায় তাঁর সক্রিয়তা, এমনটাই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী৷
তবে নীতিনের এই বক্তব্যেই আক্ষেপের সুর দেখছেন রাজনীতিক বিশেষজ্ঞরা৷ হঠাৎ করে সুবিধাভোগী নেতা বা আদর্শচু্যতির মাধ্যমে তিনি দলের সেই সমস্ত নেতাদের কথাই বোঝাতে চেয়েছেন যারা আজ এখানে কাল ওখানে করে বেড়ান শুধু সুবিধা বোঝার জন্য৷