নির্মলা সীতারমণের অভিযোগ ডিএমকে সরকারের বিরুদ্ধে
সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে গোটা দেশজুড়ে বৃহৎ উৎসবের আয়োজন করেছে গেরুয়া শিবির৷ বঙ্গ থেকে দিল্লি, বিহার থেকে দক্ষিণ সব স্থানেই সকাল হতেই শেনা গেল জয়শ্রী রাম ধ্বনি৷ কিন্তু এরই মাঝে তামিলনাড়ুতে ঘটনা অন্য ঘটনা৷ এদিন রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা গোটা দেশে যেন লাইভ দেখানো হয় তার আয়োজন করেছিল বিজেপি সরকার৷ কিন্তু তামিলনাড়ুর ডিএমকে সরকার নাকি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বাধা দিয়েছে৷ তবে এই অভিযোগ কোনও সাধারণ মানষের নয়, অভিযোগ মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের৷ নির্মলা সীতারমণ জানিয়েছেন, তাকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বাধা দেওয়া হয়েছে৷ এ প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের করা সনাতন বিরোধী মন্তব্যও তুলে ধরছে বিজেপি৷
সোমবার তামিলনাড়ুর কাঞ্চীপুরমের একটি মন্দিরে জায়ান্ট স্ক্রিন বসিয়ে রামমন্দির উদ্বোধন দেখানোর ব্যবস্থা করে বিজেপি৷ সেখানেই হাজির থাকার কথা ছিল নির্মলা সীতারমণের৷ তিনিও সাধারণ মানুষের সঙ্গে রামমন্দির উদ্বোধন দেখার পরিকল্পনা করেন৷ অভিযোগ, নির্মলা পৌঁছনোর আগেই ওই এলইডি স্ক্রিন ভেঙে দেয় তামিলনাড়ু পুলিশ৷ বানচাল করে দেওয়া হয় রামমন্দির উদ্বোধন সরাসরি দেখানোর পরিকল্পনা৷
স্বাভাবিকভাবেই এ নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়ে গিয়েছে৷ একদিন আগেই অর্থমন্ত্রী অভিযোগ করেছিলেন, তামিলনাড়ুর শাসকদল ডিএমকে রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে৷ নির্মলা জানান, তামিলনাড়ুতে প্রায় ২০০ রামমন্দির আছে সরকারি সংস্থার অধীনে৷ সেই মন্দিরগুলিতেও আগামী ২২ জানুয়ারি সমস্ত পুজো, প্রার্থনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ শুধু তাই নয় অর্থমন্ত্রীর দাবি, তামিলনাড়ুতে রামমন্দির সম্পর্কিত কোনও অনুষ্ঠানও করতে দেওয়া হচ্ছে না৷ এদিন অর্থমন্ত্রী বলেন, শুধু কাঞ্চিপুরমেই ৪০০ জায়গায় ৪৬৬টি এলইডি স্ক্রিন ভেঙে দিয়েছে ডিএমকে৷ লাইভ টেলিকাস্ট রুখতে পুলিশ মোতায়েন করা হচ্ছে৷ এতেই বোঝা যায় ডিএমকে সরকার কতটা হিন্দু বিরোধী৷